কক্সবাজার প্রতিনিধি
                                  
              বিদেশে বসে ষড়যন্ত্র করছে বিএনপি। দেশকে অস্থিতিশীল করতে তারা সদা তৎপর। সাড়ে তিন বছর পর খালেদা জিয়া যে পদক পেয়েছেন, তা একটি দলীয় পদক। কানাডায় অবস্থানরত দলীয় নেতারা এ পদক দিয়েছেন। এই পদকদাতাদের কানাডায় কিংবা আন্তর্জাতিকভাবে কোনো ভিত্তি নেই। এটি ‘হাস্যকর পদক’ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। 
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।
‘রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম’ মন্তব্য করে মন্ত্রী রেজাউল করিম বলেন, ‘গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যম সমাজকে সঠিক পথ দেখায়। গণমাধ্যম ঠিক থাকলে দেশ ঠিক থাকবে।’
কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কক্সবাজার থেকে নির্বাচিত দুই সাংসদ সাইমুম সরওয়ার ও আশেক উল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রমুখ।
ডাকুয়া/ফিরোজ
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন