নিজস্ব প্রতিবেদক, ঢাকা
                                  
              সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার একমাত্র বাধা। নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, হতেও দেবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে এলডিপির একাংশের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, বিএনপি ভোটে অংশ না নিলে দিনের ভোট রাতে কিংবা ইভিএমে কারচুপির কোনো আশংকা নেই। আগামীদিনের আন্দোলনের রূপরেখা প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান গয়েশ্বর রায়।
‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। জনগণের অধিকার ফিরিয়ে দিলে শ্রীলঙ্কার মতো কেউ রোষানলে পড়বে না ক্ষমতাসীনরা’- এমন মন্তব্যও করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি থেকে ২৩৮ জন আব্দুল করিম আব্বাসি ও শাহদাত হোসেন সেলিমের নেতৃত্বের এলডিপিতে যোগ দিয়েছেন।
এসএ/এএল
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন