• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ছোঁ মারা পার্টির ১৬ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ মোবাইল ও ল্যাপটপ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৮:১২ পিএম

ছোঁ মারা পার্টির ১৬ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ মোবাইল ও ল্যাপটপ উদ্ধার

সংঘবদ্ধ ছিনতাই চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মোবাইল ও ল্যাপটপ।ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ছোঁ মারা পার্টির ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম । তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মোবাইল ও ল্যাপটপ।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, গতকাল ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানী ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো মো. মিজান (৩৮), আমিরুল ইসলাম বাবু, শরিফ হোসেন (২৩), হৃদয় (২১), মো. রাজ (২০), মো. সুমন (৩২), সোহেল বাবু (২৬), হৃদয় (২২), মনিরুজ্জামান (৪০), মো. নাজমুল (২৬), মো. মনির (৪০), মো. ইমরান (২০), মো. ফারুক (২৮), আশরাফুল ইসলাম সজিব (৩১), মো. আরিফ (১৪) ও হাসান (২০)।
ডিবিপ্রধান আরও বলেন, গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরখান থানার কাঁচকুরা রোড দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগসহ মূল্যবান মালামাল কেড়ে নেয়।
এ ছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লায় দেশীয় অস্ত্র (চাকুর) ভয় দেখিয়ে ছিনতাই করে সেসব জিনিসপত্র দোকানে বিক্রি করে। পরবর্তীতে বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান পরিচালনা করে ছোঁ মারা পার্টির দল নেতা ও চোরাইমাল ক্রয়-বিক্রয়কারী চক্রের সক্রিয় ১৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পরস্পরের যোগসাজশে ঢাকা মহানগরীর মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেইট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদদীন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে। থাবা পার্টির দলের নেতা মিজান, জয়-বাবু ও শরীফের নেতৃত্বে তারা বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছে থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে নেয়।
এরপর চোরাইমাল ক্রয়-বিক্রয়কারী সুমন, ফারুক ও আশরাফুল ইসলাম সজিবের কাছে উত্তরখান থানাধীন দোবাদিয়া সাইনবোর্ড বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং নামক দোকানে বিক্রি করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবিপ্রধান।


আরিয়ানএস/এএল

আর্কাইভ