 
              প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৮:০২ পিএম
 
                 ছবিঃ সংগৃহীত
শনিবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলনে সরকারের গাত্রদাহ হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গ্রেফতার করে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায় ক্ষমতাসীনরা। এ জন্য তারা উসকানি দিচ্ছে; চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘একদলীয় শাসন কায়েম করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় সরকার। আবার খায়েশ হয়েছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ব্লুপ্রিন্ট নিয়ে ২৪-এর নির্বাচন করতে চায় তারা।’
দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপষে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আশুলিয়ার ডাকাতির টাকা কোথায় গেল, জবাব কে দেবে। আদানির সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী। রাজধানীর সিদ্দিকবাজার ও সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনার দায় নেবে কে? এর দায় সরকারকেই নিতে হবে।’
আন্দোলনে সরকার ভেসে যাবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ধৈর্যের সীমা আছে, মানুষ দেখতে চায় কতদিন তাদের বোকা বানাবেন। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা।’
                      
সাজেদ/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      