• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিদেশি কোনো চাপ নেই: কাদের

প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৯:২৩ পিএম

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিদেশি কোনো চাপ নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন। এর অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে বৈঠক হয়েছে। কোনো মহল থেকে কোনো চাপ নেই।

রোববার (৭ মে) সকালে রাজধানীর বনানী সেতুভবনে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এক বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেরকম নির্বাচনই চায় আওয়ামী লীগ। বিএনপি চায় পক্ষপাতিত্ব।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।’ 


‘বিএনপির আমলে অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় ছিল। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার কাম্য ছিল না। তখন বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়,’ যোগ করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর নির্বাচনে রুটিন ওয়ার্ক করবে বর্তমান সরকার।


এডিএস/

আর্কাইভ