• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস নয়, শান্তি চায় আ. লীগ: কাদের

প্রকাশিত: মে ২০, ২০২৩, ১০:০১ পিএম

সন্ত্রাস নয়, শান্তি চায় আ. লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের বিরুদ্ধে নানা হাঁক-ডাক দিলেও বিএনপি এখন পথহারা পথিক বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বারবার বসেও বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারেনি জানিয়ে কাদের বলেন, দলটি আছে সরকার পতনের আন্দোলনে, আর আওয়ামী লীগ আছে মানুষের জানমাল রক্ষায়৷ সন্ত্রাস নয়, শান্তি চায় আওয়ামী লীগ৷

শনিবার (২০ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী ওলামা লীগ ওয়ান ইলেভেন পূর্ববর্তী সময়ে রাজপথে তাদের চোখে পড়ার মতো তৎপরতা ছিল। কিন্তু সেই সংগঠনে ঐক্যবদ্ধ ওলামা লীগের বাস্তবতা আমরা দেখিনি। তখন বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল, সাংগঠনিক কাঠামো ছিল না। যার যার ইচ্ছা মতো সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক হয়ে গেছে। কিন্তু সেটা চলবে না। দলীয় শৃঙ্খলার মধ্যে আসতে হবে।

তিনি বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক এক বা দুইজনকে বানানো যাবে। তার অতিরিক্ত বানানো যাবে না। কাজেই দেখেশুনে করতে হবে। অন্যান্য পদও গুরুত্বপূর্ণ। যাকে যেখানে দরকার সেখানে দেবেন। কিছু লোককে রাখতে হবে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার জন্য। কিছু লোককে রাখতে হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুইটি গুরুত্বপূর্ণ শাখায়। এই দুইটি শাখা শক্তিশালী করতে হবে। সেখানেও তাই সেইরকম নেতৃত্ব দরকার।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, মানুষের জন্য রাত জাগেন শেখ হাসিনা৷ তিনি মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমান রাতে৷ তিনি পকেট ভারির জন্য বিদেশ যান না৷ তার সন্তানেরা কেউ ব্যবসায়ী নয়৷ টাকা নয়, বঙ্গবন্ধু পরিবারের ভাবনা দেশের মানুষের জন্য৷ শেখ হাসিনার জন্য সারাবিশ্ব সুনাম করে, শুধু মন ভরে না বিএনপির৷


সরকার ক্ষমতা ছাড়বে নাকি ছাড়বে না; তা দেশের জনগণ নির্ধারণ করবে জানিয়ে কাদের বলেন, বিএনপির ঝড়মার্কা আন্দোলনে কিছুই হবে না। ফখরুল সাহেবকে বলবো, দিনক্ষণ বলেন৷ কবে, কোনদিন লন্ডন নাকি ঠাকুরগাঁও থেকে ঝড় উঠবে? এতো চিল্লাচিল্লি করে, এতো কর্মসূচি দিয়ে কি লাভ হলো? ওরা প্রতিদিনই বলেন, সরকারের নাকি সময় শেষ৷ তো সময়টা কবে আসবে, আমাদের জানান, প্লিজ!

বিএনপির আন্দোলন এখন পথহারা দিশেহারা পথিকের মতো; তারা দিশা হারিয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ কচুপাতার শিশিরবিন্দু নয় যে, টোকা দিলেই পড়ে যাবে৷
 
তিনি আরও বলেন, ওলামা লীগের কেউ চাঁদাবাজি করবেন না, টাকা লাগলে আমি অথবা নেত্রী দেবেন৷ তবুও দুর্নাম কুড়াবেন না৷

এ সময় আওয়ামী লীগের এ নেতা আশা প্রকাশ করে বলেন, বৈশ্বিক সংকটের কারণে দেশের চলমান পরিস্থিতি থেকে দ্রুতই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ৷


এডিএস/

আর্কাইভ