 
              প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১০:৩৮ পিএম
 
                 
                            
              বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই বলে সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার (৯ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়, প্রতিহত করতে চায় তাদের সঙ্গে সংলাপ করে কোনো ফায়দা নেই।’
                      
তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে, জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে বিভ্রান্ত করছে বলেও মত প্রকাশ করেন মন্ত্রী।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      