• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আদালতকে ব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৮:০২ পিএম

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আদালতকে ব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আদালতকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ জুলাই) নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আন্দোলন স্তব্ধ করতেই তারেক রহমান ও তার অরাজনৈতিক স্ত্রী, জোবায়দা রহমানকে সাজা দেয়া হয়েছে। যে মামলার কোনো ভিত্তি নেই সেটাতেই তাদের সাজা দেয়া হয়েছে।

দেশের চলমান সংকটের শুরু হয়েছে আদালতের হাত ধরে, এমন অভিযোগ করে তিনি বলেন, বিএনপির নেতাদের সাজা দিয়ে সরকার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফার আন্দোলন বন্ধ করা যাবে না। রায়ের প্রতিবাদে শুক্রবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বাদ জুমা প্রতিবাদ সমাবেশ হবে বলেও জানান তিনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ