 
              প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৫:৩৬ পিএম
-20230824053620.jpg) 
                 ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হন তারা।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারি মো. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব ফলোআপ চেকআপ করাবেন।
৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      