• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিঙ্গাপুরে বসে আন্দোলনের নীলনকশা আঁকছে বিএনপি: কামরুল ইসলাম

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৫:৫৯ পিএম

সিঙ্গাপুরে বসে আন্দোলনের নীলনকশা আঁকছে বিএনপি: কামরুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলন বেগবান করার নামে সন্ত্রাস আর সহিংসতার দিকে যাচ্ছে বিএনপি। সিঙ্গাপুরে বসে পরবর্তী আন্দোলনের নীলনকশা আঁকছে তারা।

বুধবার (৩০ আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কামরুল ইসলাম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচন বানচাল করার শক্তি কারও নেই। আন্দোলন বেগবান করার নামে সন্ত্রাস আর সহিংসতার দিকে যাচ্ছে বিএনপি।

বিএনপির চূড়ান্ত আন্দোলন যদি জঙ্গি কায়দায় হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কামরুল ইসলাম বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই; সংবিধানের বাইরে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, কথা পরিষ্কার। নির্বাচন যথাসময়ে হবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ