 
              প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৮:০৩ পিএম
-20230903080310.jpg) 
                 ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এতে এ মামলার বিচার শুরু হলো।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ গঠন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে আদালতে পৌঁছান মির্জা ফখরুল। এদিন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
মহানগর হাকিম আদালত-৪-এর বিচারক তোফাজ্জল হোসেন দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, এতে ১২ বছর আগে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে বেইলি রোডে সিটি করপোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুলসহ ৮ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এর মধ্যে হুকুমের আসামি হিসেবের বিএনপি মহাসচিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এদিকে, এ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
২০১২ সালের ১৪ ডিসেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      