 
              প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৬:৩৮ পিএম
-20230906063843.jpg) 
                 ছবি: সংগৃহীত
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের শেখ ফজলে নূর তাপসের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এর দায় নিয়ে দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করছি। দুই মেয়রের জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দেশের অর্থনীতি ধংসের দিকে চলে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত প্রতিহিংসার শিকার ড. ইউনূস। আন্দোলন ভিন্ন দিকে নিতে পরিকল্পিতভাবে ইউনূস ইস্যু সামনে আনা হয়েছে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      