• ঢাকা শনিবার
    ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিএনপির অপেক্ষায় শাহবাগ, তারা এলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে: সারজিস

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৯:২২ পিএম

বিএনপির অপেক্ষায় শাহবাগ, তারা এলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে: সারজিস

সিটি নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। পাশাপাশি আরও বিভিন্ন এলকায় চলছে একই কর্মসূচি।

গতকাল রাত থেকেই এ দাবি নিয়ে টানা আন্দোলন চলছে। শুরুতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে। আজ শুক্রবার (৯ মে) দিনের শুরুতে এর কিছুটা দূরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে মঞ্চ তৈরি করে একই দাবিতে সমাবেশ করে তারা। সেই সমাবেশেই শাহবাগ অবরোধের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। এনসিপি নেতাদের আহ্বানে গতকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্ল্যাটফর্মও যোগ দিয়েছে।

বিকেল থেকে শাহবাগে অবরোধ কর্মসূচি চলায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার কথা জানিয়েছেন।

আর্কাইভ