
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৪:৪৪ পিএম
দেশে মুজিববাদী ও ভারতপন্থীরা এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, খুনি হাসিনার বিচার হতেই হবে। খুনি হাসিনাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তার বিচার হতেই হবে। হতেই হবে।
শনিবার (১৯ জুলাই) দুপুর সোয়া চারটায় জামায়াতের জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। রাজনৈতিক প্রতিদন্দ্বিতা থাকবে। কিন্তু আমাদের এক থাকতে হবে। আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব একসঙ্গে।
এর আগে, ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
দাবিগুলো হলো—
১. সব গণহত্যার বিচার
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা
৭. নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।