• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে- প্রশ্ন শামীম পাটোয়ারীর

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:৫৮ পিএম

জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে- প্রশ্ন শামীম পাটোয়ারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টি কেন আসন্ন জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে- এমন প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলছেন, বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনও আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নিয়েছিল।

বুধবার আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণায় লিখিতভাবে আবেদন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জাপা মহাসচিব এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচন ও গণ প্রতিনিধিত্ব আইনে (আরপিও) তার কোনোটিতেই জাতীয় পার্টি পড়ে না। তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা হবে?”

আওয়ামী লীগের আমলে, রাতের ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “ওই ভোটগুলোয় চরমোনাই অংশগ্রহণ করেছিল। বিএনপি, জামায়াতও অংশগ্রহণ করেছিল।

তিনি বলেন, "আমরা ভোটে অংশগ্রহণ করেছি। অন্যরাও করেছে। শুধু ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক।"

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ