 
              প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:৪৬ পিএম
 
                 
                            
              বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, জাতীয় নির্বাচনে `না` ভোটের বিষয়ে দলটি কখনো প্রস্তাব করেনি।
আজ রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মি. খান জানান, `না` ভোটের ব্যাপারে বিএনপি এই প্রস্তাব কখনো করে নাই। এক এগারোর সরকারের সময়ে এটা একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিন্তু নিয়ম হলো যখন নির্বাচিত সরকার থাকে না বা ইন বিটুইন টু পার্লামেন্ট সেশনস, রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারে। সে রকম করে আইন করা হয়েছিলো না ভোটের বিধান।
“ কিন্তু একমাত্র ২০০৮ সালের নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিলো। কিন্তু না ভোট খুব একটা পরে না আমাদের দেশে। এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই। এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হইছিলো” বলেন মি. খান।
২০০৯ সালে যারা দায়িত্ব নিয়েছিল এক মাসের ভিতরে তাদেরই ওই অধ্যাদেশগুলো অনুমোদন করার কথা ছিলো। তারা এই না ভোটের বিধান অনুমোদন না করায় এটি আইনে পরিণত হয় নাই বলে জানান মি. খান।
একইসাথে এবার আবার না ভোটের যে প্রস্তাব করা হচ্ছে, সেটি আবার নতুন প্রস্তাব এবং বিএনপি এই প্রস্তাব করেনি বলে জানান তিনি।
মি. খান বলেন, “ বিষয়টি এখনও আমাদের কাছে বিবেচনার জন্য আসেনি। যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিওতে তারা আমাদেরকে জানাবে। জানালে আমরা দলে আলোচনা করে মতামত দিব।”
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন শঙ্কার বিষয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী নির্বাচন হওয়ার কথা জানেন বলেও উল্লেখ করেন মি. খান।
আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো হয়নি বলে জানান মি. খান।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      