
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:৪৮ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনকে লক্ষ্য করে নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে। এটি আখতার ব্যক্তিগত বিরুদ্ধে নয়; কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন সেই দলকে, যা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে কাজ করে।’
তিনি আরও বলেন, ‘এই হামলা স্পষ্টভাবে দেখাচ্ছে যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এটি আখতার হোসেনকে দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়াবে।’