• ঢাকা সোমবার
    ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

‘ফাইনাল খুবই সম্ভব’— বাংলাদেশ দলকে যে পরামর্শ দিলেন মাশরাফি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৩:১৮ পিএম

‘ফাইনাল খুবই সম্ভব’— বাংলাদেশ দলকে যে পরামর্শ দিলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালে খেলার। এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলকে ঠিক পথে রাখতে কিছু পরামর্শও দিয়েছেন তিনি। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। সিদ্ধান্তটা যে ভালো কিছু আদৌ ছিল না, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তখনই, যখন পঞ্চম বোলারের কোটা পূরণ করতে আসা শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেন ৪ ওভারে ৫৫ রান দিয়ে গিয়েছিলেন।

তবে সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বোলার নিয়েই নেমেছিল বাংলাদেশ। তবে নাসুম আর শেখ মাহেদী দুজন মিলে শেষ দিকে রান দিয়েছেন দেদারসে। যার ফলে প্রশ্ন উঠছে তাদের কোটা পূরণের সামর্থ্য নিয়েও।

তবে মাশরাফি এ নিয়ে জানালেন, পাঁচ বোলার নিয়ে খেলতেই হবে। কেন, সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। বলেছেন,  ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও একই সুরে কথা বললেন,  ‘টি–টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।’ 

এদিলে মাশরাফি জানিয়েছেন, এখান থেকে ফাইনাল খুবই সম্ভব। তিনি বলেন, ‘হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি, জাকেরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।’

আর্কাইভ