প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৫০ পিএম
মোবাইল ফোন সেটের দাম বেশি হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৭ ডিসেম্বর) টেলিকম বিষয়ক সেমিনারে এমন মন্তব্য মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, রাজস্ব কাঠামো পর্যালোচনা করা প্রয়োজন। যাতে করে ভোক্তা পর্যায়ে সুফল মেলে। এনইআইআরসহ সব ধরনের টেলিকম পলিসি পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকবে না। এ সময়, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হয়ে আসার পরামর্শও দেন তিন।
অপরদিকে, বাজারে প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে দেশে উৎপাদন হয় এমন মডেলগুলো আমদানির সুযোগ রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
তাদের অভিযোগ, এনইআইআর পদ্ধতিতে ডিভাইসের ওপর নজরদারি বাড়বে। স্টক শেষ করা পর্যন্ত অর্থাৎ আগামী ছয় মাস এনইআইআর কার্যকর না করার দাবিও জানান তারা।
ব্যবসায়ীরা আরও বলেন, নতুন এই পদ্ধতি চালুর আগে ব্যবসায়ীদের কাছে মজুদকৃত হ্যান্ডসেট বৈধতা দেয়া প্রয়োজন। সেইসাথে, ট্যাক্স ও ভ্যাটের হার কমিয়ে আনা প্রয়োজন, যাতে করে মোবাইল সেট সহজলভ্য হয়।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবে না। আইন যাদের পারমিট করবে তারাই নির্বাচনে অংশ নিতে পারবে।
নির্বাচনী পোস্টার নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকে ব্যালট ছাপানো হচ্ছে বলেও জানান এই ইসি সচিব।