প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:০৯ পিএম
বুধবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় শান্তি শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।
জানাজা ও দাফনকে সামনে রেখে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে ফার্মগেট ও মিরপুর রোডে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করা হবে বলে জানিয়েছে বিএনপি।