• ঢাকা বুধবার
    ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

দেশের প্রয়োজনে খালেদা জিয়া ছিলেন অপরিহার্য: নজরুল ইসলাম খান

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৪:৩৪ পিএম

দেশের প্রয়োজনে খালেদা জিয়া ছিলেন অপরিহার্য: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, তবে সময়ের প্রয়োজনে তিনি দেশের জন্য এক অপরিহার্য নেতৃত্বে পরিণত হয়েছিলেন- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মঞ্চ থেকে পাঠ করা লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার স্মৃতিচারণ করে নজরুল ইসলাম খান বলেন, “তিনি বলতেন, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই’। এই বক্তব্যের মাধ্যমে তার পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্ব বিষয়ে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন তিনি “

খালেদা জিয়ার শাসনামলে গৃহীত বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন দেশনেত্রী।

তার সেই পরিকল্পনা ও নীতির ফলেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।”

বক্তব্যে নজরুল ইসলাম খান খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পটভূমি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং পরবর্তী সময়ে রাজনীতিতে উঠে আসার বিভিন্ন দিকও তুলে ধরেন।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদায়, লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। পরে লাখো জনতার অংশগ্রহণে তার জানাজা সম্পন্ন হয়।

তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

আর্কাইভ