• ঢাকা শনিবার
    ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৫২ পিএম

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না

সিটি নিউজ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। পিজিতে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নিয়ে যাচ্ছি।

মাহমুদুর রহমান মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দল।

এর আগেও চব্বিশের সেপ্টম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

আর্কাইভ