• ঢাকা সোমবার
    ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ঐতিহাসিক টেস্ট জয়ে মুমিনুলদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৭:২৪ পিএম

ঐতিহাসিক টেস্ট জয়ে মুমিনুলদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। টাইগারদের ঐতিহাসিক এই জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বুধবার (৫ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে ৬ উইকেট শিকার করে ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেনকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

 জাহিদ আহসান রাসেল বলেন, ‘বাংলাদেশের সোনার ছেলেরা  দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুরুতে বিশ্বের এক নম্বর টেস্ট দল নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতেই পরাজিত করা সত্যিই অভাবনীয়। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের ফসল এই বিজয়। তাই স্মরণীয় এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়লাভ করার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অনবদ্য মাইলফলক স্পর্শ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

জেডআই/ডা

আর্কাইভ