• ঢাকা শুক্রবার
    ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ফিকার ইতিহাসে প্রথম নারী সভাপতি লিসা

প্রকাশিত: জুন ২১, ২০২২, ১০:৫০ পিএম

ফিকার ইতিহাসে প্রথম নারী সভাপতি লিসা

ক্রীড়া ডেস্ক

বিশ্বজুড়ে ক্রিকেট খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণ করাই ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) লক্ষ্য। আন্তর্জাতিক ক্রিকেটারদের বৈশ্বিক এ সংগঠনের প্রথম নারী সভাপতি হয়ে ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক লিসা স্থালেকার।

চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ফিকার কার্যনির্বাহী কমিটির সভায় লিসাকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই পদে এর আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যারি রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জিমি অ্যাডামস, ইংল্যান্ডের কিংবদন্তি বিক্রম সোলাঙ্কিরা দায়িত্ব পালন করেছিলেন।

৪২ বছর বয়সী লিসা অস্ট্রেলিয়া নারী দলের হয়ে তিন ফর‌ম্যাটে মোট ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অজিদের হয়ে ২০০৫ ও ২০১৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১০ ও ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছেন। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাত্র ১০৬ রান ডিফেন্ড করতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর তিনি অবসর নেন। ২০০৭ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন তিনি। তিনি ২০২১ সালে অস্ট্রেলিয়ার চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়াগা পান।

এবার নতুন দায়িত্ব পেয়ে লিসা বলেন, ফিকার নতুন সভাপতি হয়ে আমি অত্যন্ত গর্বিত ও রোমাঞ্চিত। আমরা নতুন একটি ধাপে প্রবেশ করছি। যেখানে পুরুষ ও নারী ক্রিকেটে আগের চেয়ে অনেক বেশি খেলা থাকছে। এখন অনেক বেশি দেশ ক্রিকেটে নাম লিখিয়েছে।

২০০১ সালে অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা লিসা স্টালেকার ১২৫ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৭২৮ রান করেন। তার অফস্পিন অত্যন্ত কার্যকর অস্ত্র ছিল। বল হাতে শিকার করেন ১৪৬ উইকেট। নারী ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি।

তিনি প্রথম মহিলা যিনি ওডিআই ক্রিকেটে ১০০০ রান এবং ১০০ উইকেট নেন। তিনি ৮টি টেস্টে একটি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরিতে ৪১৬ রান এবং ৫৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি হাফসেঞ্চুরিতে ৭৬৯ রান করেন। বল হাতে ওয়ানডেতে ২৩ ও টি-টোয়েন্টিতে ৬০টি উইকেট লাভ করেন।

জেডআই/এএল

আর্কাইভ