• ঢাকা মঙ্গলবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
কলম্বো টেস্ট

তাইজুলের জোড়া শিকারে তৃতীয়দিনে উড়ন্ত শুরু টাইগারদের

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১১:৩৩ এএম

তাইজুলের জোড়া শিকারে তৃতীয়দিনে উড়ন্ত শুরু টাইগারদের

ক্রীড়া ডেস্ক

কলম্বো টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে ২৯০ রান তুলেছিল স্বাগতিকরা। তবে তাইজুলের জোড়া শিকারে তৃতীয় দিনে উড়ন্ত শুরু পেয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন রেখা পর্যন্ত ৮৯ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৫ রান। প্রবথ জয়সুরিয়া ১০ রানে এবং কামিন্দু মেন্ডিস ১৪ বলে ২১ রানে ব্যাট করছেন।

শুক্রবার (২৭ জুন) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আগের দিন ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ডি সিলভাও। ১০ বলে ৭ রান করে তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক। এতে ৩১৩ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।

এর আগে দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছিল শ্রীলঙ্কা।

আর্কাইভ