• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সিংহের কাছে ধরাশায়ী টাইগাররা

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১১:১০ পিএম

সিংহের কাছে ধরাশায়ী টাইগাররা

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার কাছে ওয়ানডে ম্যাচ হারল বাংলাদেশ। ১৬৭ রানে অলআউট হলো টাইগাররা। লঙ্কানদের আড়াইশর নিচে আটকে রেখে ছিল বাংলাদেশের বোলাররা। রান তাড়ায় শুরুটাও দারুণ ছিল তাদের। কিন্তু এক ধসে ৭৭ রানে হেরে গেল তারা।

একপ্রান্ত আগলে রেখে ৪টি করে চার-ছক্কায় ৬৪ বলে ৫১ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছেন জাকের আলি। তাকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস গুটিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অথচ তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ৭১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ১ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে শোচনীয় ধসে ১০৫ রানে ৮ উইকেটের দলে পরিণত হয় তারা।

পরে জাকের একা শেষ লড়াইয়ে এক উইকেট হাতে নিয়ে ৬২ রান করে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা নেন ৪ উইকেট। দুই হাতে বোলিং করে কামিন্দু মেন্ডিসের শিকার ৩টি।

এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট দলকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়েছিলো বাংলাদেশ। ২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান করে ভালো অবস্থানে ছিল টাইগাররা। কিন্তু মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় সফরকারীরা।

একের পর এক সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। ১৬.২ ওভারে ১ উইকেটে ১০০ রান করা বাংলাদেশ, এরপর ২০.৫ ওভার তথা ২৫ বলের ব্যবধানে ৫ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় ৭ উইকেট।

এরপর নাটকীয় ধস থামালেও প্রতিরোধ বেশিক্ষণ করতে পারলেন না তানভির ইসলাম ও জাকের আলি। এরপর কিছুক্ষণ পরই এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস গুটিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৪৪

বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭ (পারভেজ ১৩, তানজিদ ৬২, শান্ত ২৩, লিটন ০, হৃদয় ১, মিরাজ ০, জাকের ৫১, তানজিম ১, তাসকিন ০, তানভির ৫, মুস্তাফিজ ০; আসিথা ৫-০-২৭-১, থিকসানা ৯-১-৩২-১, রাত্নায়াকে ১-০-১০-০, আসালাঙ্কা ৫-০-২৯-০, মালিঙ্গা ৩-০-২২-০, হাসারাঙ্গা ৭.৫-২-১০-৪, কামিন্দু ৫-০-১৯-৩)

আর্কাইভ