• ঢাকা মঙ্গলবার
    ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা হাফিজ উদ্দিন আহমদের

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৩:২১ পিএম

মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা হাফিজ উদ্দিন আহমদের

সিটি নিউজ ডেস্ক

মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সেইসাথে করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোন আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। সেইসাথে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে, গোলটেবিলে শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ