
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:০৫ পিএম
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লঙ্কানরা। আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রান তুলেছে বাংলাদেশ। লিটন কুমার দাস ৮ বলে ৩ রান এবং ৬ বলে ৪ রানে ব্যাট করছেন তাওহীদ হৃদয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে তানজিদ তামিমকে বোল্ট আউট করেন নুয়ান থুষারা। পরের ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছে সাজঘরের পথ ধরেন পারভেজ ইমনও।
এতে দলীয় রান যোগ হওয়ার আগে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরার জন্য ব্যাটিং লড়াই করছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।