• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পড়ন্ত বিকেলের ফুল

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ১০:১৩ পিএম

পড়ন্ত বিকেলের ফুল

সত্যদেব পতি, কলকাতা

তোমার জন্য মনটা কাঁদে সারা বিকেল বেলা,
ভালো বাসা রত্নপ্রদীপ নয়কো
ছেলেখেলা,
হাজার হয়তো অযুত হবে তোমার পথের সাথী,
তুমি প্রিয়া আমার প্রেমে
সদাই থেকো রতি;
চাই যে তোমার পরশ পরাগ
আমার বিকেল ফুলে,
আমি একা তোমার জন্য
দাঁড়িয়ে নদীর কূলে,
হয়তো মনের অনেক কথা
কতো আশার আলো,
তোমায় পেয়ে ধন্য জীবন
তাইতো বাসি ভালো,
মনের কথা মনই বোঝে
তুমি আমার রানি,
তোমার পরশ আমার কাছে
মৃত সঞ্জিবনী,
ইচ্ছে করে তোমায় নিয়ে
তেপান্তরের মাঠে,
রোদ যেখানে সকাল সাঁঝে
প্রেমের চরকা কাটে,
হাসতেহানা ফুলের সাজে
সাজিয়ে তোমার বেণী,
প্রেম প্রেয়সীর  শ্রীমুখ দেখি
মহিয়সী রমণী,
রতির রতি মহা নায়িকা 
আমার রানি প্রিয়া,
তোমাকে না দেখতে পেলে
সদাই কাঁদে হিয়া,
দুঃখের পাহাড় ধুম্রকেতন
পশ্চিমে রায় রবি,
আমার প্রিয়ার জন্য ফোরাম
কলম ভাঙা কবি।

আর্কাইভ