• ঢাকা শনিবার
    ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ব্যাংকে ৫ কোটির বেশি পরিমাণ টাকায়, দিতে হবে বাড়তি কর

প্রকাশিত: জুন ৯, ২০২২, ১০:৪০ পিএম

ব্যাংকে ৫ কোটির বেশি পরিমাণ টাকায়, দিতে হবে বাড়তি কর

সিটি নিউজ ডেস্ক

২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ৫ কোটি টাকার বেশি ব্যাংকে জমা হলে বাড়তি কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা । ফলে বছরের যেকোনো সময় কারো ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা জমা হলে ৫০ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে। 

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর ৪০ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য রয়েছে। এখন ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর ৫০ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। এর আগে ৫ কোটি ব্যাংকে কোটি টাকার স্থিতির জন্য আবগারি শুল্ক ছিল ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট পেশের অনুমতি দিলে অর্থমন্ত্রী তার বক্তৃতা শুরু করেন। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট উপস্থাপন।

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তারও আগে বিএনপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি করে মোট ২৪টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।

আরআই
আর্কাইভ