• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ঋণ দেয়া নিয়ে আইএমএফের কোন উদ্বেগ নেই

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০১:২২ এএম

বাংলাদেশকে ঋণ দেয়া নিয়ে আইএমএফের কোন উদ্বেগ নেই

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশকে ঋণ দেয়া নিয়ে কোন উদ্বেগ নেই বলে জানিয়েছে আইএমএফ। সংস্থাটি জানায়, বাংলাদেশের সঙ্গে তাদের উন্নয়ন অংশীদারিত্ব দীর্ঘদিনের। একইসঙ্গে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও এই সম্পর্কে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা।

বুধবার (৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানায় বাংলাদেশে সফররত আইএমএফ প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে  চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা।

আইএমএফ জানায়, বাংলাদেশেকে ৪ দশমিক ৫ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে তারা। ৪২ মাসে পুরো ঋণটা দেওয়া হবে। এরমধ্যে এক্সটেনডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটির (ইসিএফ) আওতায় ৩ দশমিক ২০ বিলিয়ন (৩২০ কোটি), এক্সটেনডেন্ট ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় ১ দশমিক ৩০ বিলিয়ন (১৩০ কোটি) ডলার দেওয়া হবে।

এদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, যেভাবে চাওয়া হয়েছে, সেভাবেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণ পাওয়া যাচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে ঋণের সব প্রক্রিয়া শেষ হবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।’

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকায় আসে।

এআরআই

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ