• ঢাকা বুধবার
    ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
বাংলাদেশি কোম্পানি কাজী বাদাম লিমিটেড

বেপজা অর্থনৈতিক অঞ্চলে তৈরি হবে কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৮:৪১ পিএম

বেপজা অর্থনৈতিক অঞ্চলে তৈরি হবে কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেপজা অর্থনৈতিক অঞ্চলে কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করবে বাংলাদেশি কোম্পানি কাজী বাদাম লিমিটেড। প্রতিষ্ঠানটি কাজু বাদাম কার্নেল এবং কাজু বাদাম শেল লিকুইড উৎপাদন করতে ১ কোটি ৭২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

রোববার (২৮ মে) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও কাজী বাদাম লিমিটেডের চেয়ারম্যান কাজী জাহিদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটি কাজুবাদাম কার্নেল ও কাজুবাদাম শেল লিকুইড উৎপাদন করবে। এ জন্য প্রায় ১ কোটি ৭২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। এখানে কর্মসংস্থান হবে প্রায় ৪৯৪ জন বাংলাদেশি নাগরিকের।

এ ছাড়া কোম্পানিটি কাজুবাদাম প্রক্রিয়াজাত করে বছরে ১৩ হাজার ৫৯ টন কাজুবাদাম কার্নেল ও কাজুবাদাম শেল লিকুইড উৎপাদন করবে। বেপজা জানিয়েছে, বেপজা অর্থনৈতিক অঞ্চলে এটিই হবে কৃষিভিত্তিক প্রথম শিল্প।

মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রায় ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জায়গায় স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত ২০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান শিল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ১১টিই বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে।


এদিকে চলতি বছরের মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য রফতানি কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করে বেপজা। এ জন্য বেপজা অর্থনৈতিক অঞ্চলের জন্য বৈচিত্র্যময় শিল্প নির্বাচনের ওপর জোর দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার প্রকৌশল বিভাগের সদস্য মোহাম্মদ ফারুক আলম, অর্থ বিভাগের সদস্য নাফিসা বানু, জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক নাজমা বিন্তে আলমগীর প্রমুখ।

 

জেকেএস/

আর্কাইভ