 
              প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৩:০৬ এএম
---2023-06-01T210642687-20230601150651.jpg) 
                 ছবি: সংগৃহীত
প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবে দাবি করেছে আওয়ামী লীগ। তারা বলছেন, এ বাজেটের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে একধাপ এগিয়ে যাবে দেশ।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের ৫২তম আর আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৫তম বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি।
সংসদে বাজেট অধিবেশন শেষে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। এটিকে সংকটকালে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবে দাবি করেন দলটির শীর্ষ নেতারা।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, জনগণের মঙ্গল চিন্তা করে জীবনকে আরও সহজ করার জন্য, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এ বাজেট দেয়া হয়েছে।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। এটি একটি জনবান্ধব বাজেট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে যাত্রার প্রথম সোপান আমরা অতিক্রম করছি।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      