• ঢাকা মঙ্গলবার
    ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সংস্কার, শাটডাউনে হযবরল রাজস্ব খাত, পূরণ হবে লক্ষ্যমাত্রা?

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:০৩ পিএম

সংস্কার, শাটডাউনে হযবরল রাজস্ব খাত, পূরণ হবে লক্ষ্যমাত্রা?

সিটি নিউজ ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআরে) চলছে সংস্কার। এ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনে কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউনে চলে যান। সেই পরিস্থিতির উত্তরণ হলেও কাটেনি রাজস্ব খাতের হযবরল অবস্থা।

এর মধ্যে নয়া অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে মোট রাজস্ব লক্ষ্য ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। তার মধ্যে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকায় আদায় করবে এনবিআর। পরিবর্তিত এই সময়ে বড় অঙ্কের রাজস্ব আদায় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ব্যবসায়ীরা মনে করেন, বাজেটে নির্ধারিত বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং। করজাল বৃদ্ধি ও ব্যবসায় অনিশ্চয়তা কাটানো না গেলে সুফল মিলবে না।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন গ্রোতে নেমে এসেছে ইকোনমিক আউট ফোকাস এবং এটা আসলে রিপ্রেজেন্ট করে যে আমাদের অর্থনৈতিক গতি অনেকখানি শ্লথ হয়ে এসেছে। এটার মানে হচ্ছে যে শুল্ক থেকে মোট সংগ্রহ কমবে। ভ্যাটেও সংগ্রহ কম হবে।

এদিকে, বাজেটে কমেছে উন্নয়ন ব্যয়। তবে সেই তুলনায় বাজেটে কমেনি রাজস্ব আহরণ লক্ষ্য। ব্যবসা-বাণিজ্যে অনিশ্চিত অবস্থার মধ্যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা কঠিন।

আশরাফ আহমেদ বলেন, অল্প কয়েকজন করদাতার কাছ থেকে যেই করটা আদায় করা হচ্ছে তাদের যদি ব্যবসা-বাণিজ্য সংকুচিত হয়ে আসে; কিন্তু সেখান থেকে করের হার বাড়িয়ে কিংবা অন্যান্য প্রশাসনিক মেজারস দিয়ে সংগ্রহ বাড়াতে চান সেটা আসলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতিকর করার সম্ভাবনা থেকে যায়।

রাজস্ব বিভাগ সংস্কারে গঠিত কমিটি এরই মধ্যে সরকারের কাছে তুলে দিয়েছে প্রাথমিক রিপোর্ট। তবে বাজেটে সেখান থেকে পরামর্শ আমলে নেয়া হয়েছে কমই।

এনবিআর সংস্কার কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, সাপ্লিমেন্টারি ডিউটি ১০ শতাংশ থেকে ৪০০-৫০০ শতাংশ, কোথায় ১০ শতাংশ, আর কোথায় ৪০০-৫০০? এটাকে কমানো দরকার। ডিউটির এতগুলো রেট থাকা দরকার না। আমরা কতগুলো পরামর্শ দিয়েছি। এখন অডিট সিস্টেম থেকে শুরু করে মিনিমাম ট্যাক্স এটা কিন্তু দূর করতে হবে। ব্যবসায় লোকসান হলে ট্যাক্স দেবে কীভাবে? লাভ করা তো লাগবেই।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ