• ঢাকা বুধবার
    ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মাদারীপুরে জুয়ার আসর থেকে পাঁচজন আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:০০ পিএম

মাদারীপুরে জুয়ার আসর থেকে পাঁচজন আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৮। সিপিসি-৩ মাদারীপুর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে।


জেলার সদর মডেল থানাধীন মৌলভী আসমত আলী সড়কের হরিকুমারিয়া গ্রামের একটি একতলা বিল্ডিং থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।


গ্রেফতার ব্যক্তিরা হলেনমো. শাহিন হাওলাদার (৩৪), মো. সাগর শেখ (২৪), শাকিল হাওলাদার (২২), আব্দুল মালেক চাপরাশী (৪৬), বাবুল ফকির (৫০)। তাদের সকলের বাড়ি সদর উপজেলার হরিকুমারিয়া এলাকায়।


এ সময় তাদের নিকট থেকে ১৯ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল, ৭টি সিমকার্ড, তাস ১ সেট এবং নগদ ১১,০১০/- টাকা উদ্ধার করা হয়।


র‌্যাব জানায়, ধৃত আসামিরা পেশাদার জুয়াড়ু এবং মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর সদর মডেল থানার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জুয়া খেলে আসছে। তাদের যোগসাজশে ইয়াবা, গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।


তারা আরও জানান আটকদেরকে উদ্ধারকৃত ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামতসহ রাতেই মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ-সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা এবং জুয়া মামলা দায়ের করা হয়েছে।


এস/টিআর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ