প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০১:৩৩ এএম
                 
                            
              গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে পাচঁ শয্যাবিশিষ্ট আইসিইউ
যোগ হলো। জার্মানিতে পিএইচডি করার সময় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবরিনা
কামাল তন্বীর স্মরণে তার মা আইসিইউ স্থাপন করে দেন। তিনি ঢাকা কলেজের ইতিহাস
বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসরিন বেগম।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে আশুলিয়ার মির্জানগর গণস্বাস্থ্য সমাজভিত্তিক
মেডিকেল কলেজে আইসিইউ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
গণস্বাস্থ্য মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক লায়লা পারভীন বানুর
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবরিনা কামাল
তন্বী নিবির পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
এ সময় তিনি বলেন, একটি হাসপাতালে আইসিইউ খুবই গুরুত্বপূর্ণ অংশ।
সাবরিনা কামাল তন্বীর পরিবারকে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসায় বিশেষ ধন্যবাদ
জানাচ্ছি। তন্বীর মৃত্যু শোক শক্তিতে পরিণত করার আহ্বান করছি।
মেয়ের স্মরণে আইসিইউ দানকারী মা বলেন, ২০১৯ সালের মে
মাসে জার্মানিতে পিএইডি করার সময় করোনায় সাবরিনা কামাল তন্বী মারা যায়। আমি পরে
চিন্তা করে দেখলাম, যে টাকা দিয়ে মেয়ের চিকিৎসা করতাম, সে টাকা যদি গরিব মানুষের চিকিৎসার জন্য দেই, তাহলে আমার মেয়ের
আত্মা শান্তি পাবে।
তিনি বলেন, আমি গণস্বাস্থ্যের সঙ্গে যোগাযোগ করি। পরে
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয় তাদের সাভার হাসপাতালে আইসিইউ নেই। তাই এখানে
আইসিইউর ব্যবস্থা করে দেই। সবশেষে তিনি তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য
কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ
খোন্দকার প্রমুখ।
শামীম/ডাকুয়া