• ঢাকা বুধবার
    ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত কক্ষে এসএসসি পরীক্ষা, মাথায় ফ্যান পড়ে পরীক্ষার্থী আহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০২:৩৪ এএম

পরিত্যক্ত কক্ষে এসএসসি পরীক্ষা, মাথায় ফ্যান পড়ে পরীক্ষার্থী আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় এসএসসি পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম রাকিবুল হাসান ইমন। আহত শিক্ষার্থীইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র করা হয়। অনেকদিন সিলিং ফ্যানগুলো না চালানোর ফলে পরীক্ষা চলাকালে হঠাৎ একটি ফ্যান খসে ইমনের মাথার ওপর পড়ে। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে অ্যাম্বুলেন্সে করে ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত শ্রেণিকক্ষে এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। অনেকদিন সিলিং ফ্যানগুলো না চালানোর ফলে বৃহস্পতিবার পরীক্ষার সময় ঘুরতে ঘুরতে ফ্যানটি রাকিবুল হাসানের উপর পড়ে। এ সময় ওই শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়। 

আহত শিক্ষার্থী রাকিবুল হাসান ইমনের সহপাঠীরা জানায়, পরীক্ষার প্রথম দিন হঠাৎ করে কক্ষটির ফ্যান খসে পড়ে। পরে ফ্যানটি সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর প্রায় এক ঘণ্টা সময় নষ্ট হয়েছে।

এ বিষয়ে শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেসপাতি বেগম জানান, আমাদের কাছে জিজ্ঞাসা না করে পরিত্যক্ত ক্লাসরুমে পরীক্ষার কেন্দ্র বসানো হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

শৈলকুপার ইউএনও মো. বনি আমিন এ ঘটনার কথা স্বীকার করেন। তিনি জানান, দুর্ঘটনার পর ওই রুমের শিক্ষার্থীদের অন্য রুমে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এ বিষয়ে কেন্দ্র সচিব ও শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিম গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

 

এআরআই

আর্কাইভ