• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মোংলা বন্দরের ইনারবা ড্রেজিং প্রকল্প বন্ধ হলে অচল হয়ে পড়বে বন্দর

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৬:৩৭ পিএম

মোংলা বন্দরের ইনারবা ড্রেজিং প্রকল্প বন্ধ হলে অচল হয়ে পড়বে বন্দর

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশি জাহাজ আগমন বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে পদ্মা সেতুর সুফলও বাঁধাগ্রস্তের পাশাপাশি ব্যাহত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নও। এ ছাড়া এ বন্দরের নৌ চ্যানেল সুরক্ষিত না থাকলে আমদানি-রফতানিসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এমন বাস্তবতায় ড্রেজিং বন্ধের পায়তারা চালানো ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বন্দরের কর্মরত সহস্রাধিক কর্মচারী। 

বুধবার বেলা ১১টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটির সামনের প্রধান গেইটে মহাসড়কে প্রায় ৩০০ মিটার লম্বা বিশাল মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবি করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদসহ অন্যরা।
এ সময় বক্তারা আরও বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ড্রেজিং বন্ধের পায়তারাকারী কুচক্রী মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার সম্ভাবনা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে। এই বন্দরসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম থেকেও এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তারা।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ