• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাঁতরে তিস্তা পার হতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৮:৩০ এএম

সাঁতরে তিস্তা পার হতে গিয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানের চারা নিয়ে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাদারীপাড়া গ্রামের তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কৃষক মোহাম্মদ আলী কিনু চর মাদারীপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মোহাম্মদ আলী কিনু তিস্তা নদীর মাঝ চরে আমন ধান রোপণের জন্য ধানের চারা নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান। পরে স্বজনরা নদীতে অনেক খোঁজাখুজি করেন। একপর্যায়ে সন্ধ্যায় তিস্তা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম বলেন, ‘ধানের চারা নিয়ে তিস্তা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম তিস্তা নদী পর হতে গিয়ে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জেইউ/এএল

আর্কাইভ