• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০২:০৫ এএম

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারে ২১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২ অক্টোবর) ভোর সাড়ে চারটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে।

জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে বিজয় নামের একজন আগুন জ্বলতে দেখে আশেপাশের লোকজনদের খবর দেয়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ঘণ্টাখানেক পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার জানান, স্থানীয়রা আগুন জ্বলতে দেখে আশেপাশের লোকজনদের খবর দেয় ও আগুন নেভাতে শুরু করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়াবে।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়েই সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ যায়। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। এখনও সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এএস

আর্কাইভ