• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বজ্রপাত রোধে তাল বীজ রোপণ করবে জেলা প্রশাসন

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৪:২৬ এএম

ঠাকুরগাঁওয়ে বজ্রপাত রোধে তাল বীজ রোপণ করবে জেলা প্রশাসন

ঠাকুরগাঁও প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঠাকুরগাঁও জেলায় আড়াই লাখ তাল বীজ রোপনের করবেন জেলা প্রশাসন।মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলা সালান্দর উচ্চ বিদ্যালয়ে তাল বীজ রোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের বিকল্প নেই। বনায়নের অভাবে তীব্র খরা ও বজ্রপাত বেড়ে গিয়েছে। এতে করে জনজীবন হুমকির মুখে পরে যায়। ক্রমবর্ধমান মানুষের জীবনযাত্রার পথিবন্ধকতা সৃষ্টি হয়।’

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট ও সালান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম প্রমুখ।

পরিবেশবিদ সাকের আহমেদ জানান, শুধু বজ্রপাত থেকেই তালগাছ রক্ষা করে না। তালগাছ মানুষের অনেক উপকারে আসে। যেমন তালের শাঁসের টুপি প্রচুর পরিমানে তাপ শোষণ করে মাথা ঠান্ডা রাখে। শুধু তাই নয়, তাল গাছের কোন কিছুই ফেলনা নয়। তালগাছ অনেক দিন বাঁচে, অন্য ফসলের কোন ক্ষতি করে না, মাটির ক্ষয়রোধ করে, তালগাছ ঘর তৈরির উত্তম কাঠ, গাছের ডালের গোড়ার অংশ সেদ্ধ করে যে আঁশ পাওয়া যায় তা অত্যন্ত উন্নতমানের তন্তু, জ্বালানি হিসাবে এর চাহিদা অনেক।

ঠাকুরগাঁওয়ে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে ব্যাপক প্রাণহানি ঘটছে। ২০১১ সালের পর থেকে সারাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের এই পরিমাণ বেড়েছে উদ্বেগজনক হারে। তাই সরকারের সবুজ বনায়নের প্রকল্প বাস্তবায়নের লক্ষে জেলায় তাল বীজ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার ধারে এ তাল বীজ রোপন করা হবে। সেই সাথে তাল বীজ রোপণের পরে এগুলো সংরক্ষনও করা হবে নিয়ম মেনে।

এএস

 

আর্কাইভ