• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৭:০২ পিএম

নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান খারাপ এবং নির্মাণ কাজেও করা হয়েছে অনিয়ম, এমন অভিযোগ সচেতন এলাকাবাসীর। নিয়মানুযায়ী কার্যস্থলে নির্মাণ কাজের বিবরণ সম্বলিত সাইন বোর্ড দৃশ্যমান থাকার কথা থাকলেও তা টানানো হয়নি। ফলে এই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরেজমিনে দেখা যায়, নিম্নমানের ইট, খোয়া ও জংধরা রড দিয়ে নির্মাণ কাজ চলছে। 

বিদ্যালয়ের অভ্যন্তরীণ ওয়াল নির্মাণ এবং ছাদ ঢালাই কাজে ব্যবহার করা হচ্ছে দুই-তিন নম্বর ও নম্বরবিহীন নিম্নমানের ইট এবং ইটের খোয়া। পা দিয়ে একটু জোরে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে ইটগুলো। বিষয়টি গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কাজ বন্ধ করে দেন। তখন বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিট। তবে গণমাধ্যমকর্মীরা ফিরে এলে ছাদ ঢালাই সম্পন্ন করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বায়িত্ব থাকা আব্দুল মালেক। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতা আর নীরব ভূমিকার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান নোংরা, নিম্নমান ও নম্বরবিহীন এসব আমা ইট ব্যবহার করে কাজ করছেন বলে অভিযোগ। নির্মাণ কাজ তদারকির জন্য সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তা-প্রকৌশলীকে সেখানে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সিডিউলে উন্নতমানের ইট, পাথর ও রড, সিমেন্ট দিয়ে কাজ করার নিয়ম রয়েছে। 

কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান অসাধু কর্মকর্তা, বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে আঁতাত করে নিম্নমানের ইট, পাথর, সমদূরত্বের রড না দেয়া এবং পরিমাণে কম সিমেন্ট ও অতিরিক্ত পরিমাণে বালি ব্যবহার করেছে বলে গ্রামবাসী অভিযোগ করেন। মহামায়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ রিপনের কাছে ভবন নির্মাণ কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কাজের গুণগত মান তেমন খারাপ ছিল না। খোয়ার মান একটু খারাপ ছিল। পরে প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী কাজ হচ্ছে। 

ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবীব বলেন, ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ, ঠিকাদারি প্রতিষ্ঠান "মুগ্ধ বিল্ডার্স" কাজটি করছে। কাজের মান ভালো, তবে প্রথমে কিছুটা অনিয়ম ছিল। তা ছাড়া তেমন কোন অনিয়ম হয়নি ওখানে দুটি গ্রুপ আছে যার কারণে সমস্যা। গণমাধ্যম কর্মীরা কাজের অনিয়মের ব্যাপারে উপজেলা প্রকৌশল অফিসে ফোন করে কাজ বন্ধ করে দেয়া হয়েছিল কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের ফোন পেয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম পরে মেটেরিয়ালসের কোয়ালিটি দেখে বিভিন্ন শর্তে কাজের অনুমতি দেয়া হয়।  

 

এএল/

আর্কাইভ