• ঢাকা মঙ্গলবার
    ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বাস চলাচল শুরু

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ০৩:৫০ এএম

ফরিদপুরে বাস চলাচল শুরু

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই ফরিদপুরে অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়।

ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির গণমাধ্যমকে জানান, ‘যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে। বিকলে ৫টা থেকে বাস চলতে শুরু করেছে।’

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা বলেন, ‘আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট।’

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন, গুম ও খুনের প্রতিবাদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, লোডশেডিং বন্ধ, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে ফরিদপুরে গণসমাবেশের আয়োজন করে বিএনপি।

শনিবার কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউশন মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অসংখ্য নেতা-কর্মী উপস্থিত হন।

এআরআই

আর্কাইভ