• ঢাকা রবিবার
    ১৩ অক্টোবর, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

নলছিটিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৩:৪৪ পিএম

নলছিটিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকা‌ঠির নলছিটিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদের সঙ্গে ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) বিকাল ৩ টায় ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত সচিব ও হিসাব সহকারীরা অংশ নেন।

এ সময় নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ প্রান্তিক পর্যায়ে সহজীকরণভাবে সরকারের সকল সেবা পৌঁছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদে নিযুক্ত কর্মচারীদের তাগিদ দেন। এ ছাড়া সরকারি সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগীতা কামনা করেন। এর আগে নলছিটিতে ইউএনও হিসেবে যোগদান করায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীরা পৃথকভাবে ফুলের শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ ঝালকা‌ঠি‌তে ৬ বছরের শিশুকে ধর্ষণ

 উল্লেখ্য, জান্নাত আরা নাহিদ গত ০৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নলছিটিতে যোগদান করেন। এর আগে পটুয়াখালী সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

এনএমএম/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ