• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:৫৯ পিএম

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. জাহিদ (৪০), রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)। শনিবার (১৭ ডিসেম্বর) দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ চারজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে জাহিদের শরীরের ২৯ শতাংশ, রুমার ২৩ শতাংশ, লাবনীর ২২ শতাংশ ও ইয়াসিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের সবার চিকিৎসা চলছে।

দগ্ধদের প্রতিবেশী আবুল কাশেম বলেন, সকালে রান্না করতে গেলে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, স্বামী জাহিদ চাকরি করে এবং স্ত্রী রুমা ম্যাচের খাবার রান্না করে। তাদের বাসা রূপগঞ্জের গাউছিয়ার ভুলতা এলাকায়।

এআরআই

আর্কাইভ