 
              প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৭:৩১ পিএম
 
                 
                            
              দিপু সরকার আপন মায়ের হত্যাকারী ২৩ বছর পলাতক থাকার পরে জেলার মাধবপুরে গ্রেফতার হয়েছে।
মাকে হত্যার পর আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করে দিপু সরকারের বিরুদ্ধে। এই সাজার আদেশের পর পলাতক আসামি দিপু সরকার নিজের চেহারায় ছদ্মবেশ নিয়ে ফকির সেজে বিভিন্ন মাজার ও আখড়ায় দিন কাটাতে থাকে। এভাবেই কেটে যায় ২৩ বছর। তাকে যে কেউ দেখলে মনে করে একজন আধ্যাত্মিক সাধক। এভাবে দিন চলতে থাকলেও শেষ রক্ষা হয়নি দিপু সরকারের। পুলিশ ঠিকই তার সন্ধান বের করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজীর মাজার থেকে তাকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। দিপু সরকার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।
এনএমএম/এএল
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      