• ঢাকা শুক্রবার
    ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৫:৫২ পিএম

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় রিজিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। রিজিয়া বেগম উপজেলার সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের মৃত সোবাহান মোল্লার স্ত্রী।

নিহতের ছেলে মো. রেজাউল করিম জানান, তার মা সকালে পিরোজপুরে ডাক্তার দেখাতে যান। বিকেলে উপজেলার পিরোজপুর-নাজিরপুর-পাটগাতি সড়কের কবিরাজবাড়ি এলাকার বেতবাড়ি ব্রিজের কাছে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাটগাতি থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাস তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠায়। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বাসটিকে স্থানীয়রা আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি। 
 


এএল/

আর্কাইভ