• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

১৭ ঘণ্টা পর মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের বর্জ্যের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৬:৫৫ পিএম

১৭ ঘণ্টা পর মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের বর্জ্যের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় বর্জ্যের স্তূপে লাগা আগুন দীর্ঘ ১৭ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রোববার (০৯ জুলাই) ভোর ৫টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা।

তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে শনিবার বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর থেকে আগুন নেভানোর চেষ্টা চলে। তবে রাত ৮টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ভোর ৫টা পর্যন্ত সময় লেগেছে।’

অতীশ চাকমা আরও বলেন, প্রকল্প এলাকার খোলা মাঠে বিশাল এলাকাজুড়ে বর্জ্য জমিয়ে রাখা হয়েছে। যেখানে পচা কাঠের পাশাপাশি লোহার অংশ ও ভাঙা টিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক যন্ত্র দিয়ে এসব বর্জ্যের কিছু একটা কাটতে গিয়ে আগুনের সূত্রপাত হয়।

কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছেন।

 

জেকেএস/

আর্কাইভ