• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৭:৪৮ এএম

ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

সিটি নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় ধাওয়া করে শাহিন নামে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার রাত ১০ টায় ১৬৯ নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা এক হামলাকারীকে গণপিটুনী দিয়েছে। তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, রাত ১০টার দিকে একদল যুবক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও একজনকে গণপিটুনী দেয়া হয়।

এ ব্যাপারে স্থানীয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন। তারাই হামলা প্রতিরোধ করেছে।  উৎসবমূখর পরিবেশে ভোট উৎসব হবে। যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের জনগনই প্রতিরোধ করবে।

আর্কাইভ