• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মাগুরা-১ : বিপুল ভোটে এগিয়ে সাকিব

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৬:৩৪ পিএম

মাগুরা-১ : বিপুল ভোটে এগিয়ে সাকিব

ছবি: সংগ্রহীত

মাগুরা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি আসনে চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সে হিসেবে মাগুরা-১ আসন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।


রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

মাগুরা-১ আসন থেকে আসা ৬টি কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন সাকিব। নৌকা প্রতীকে ওই ৬ কেন্দ্রে ভোট পড়েছে ১৩ হাজার ৮৮১টি। সাবিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় মাত্র ৩০০ভোট পেয়েছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। সেই হিসেবে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সাকিব।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাগুরা–১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন, আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৬২১। ভোটকেন্দ্র মোট ১৫২টি।

 

সাজেদ/

আর্কাইভ